শিরোনাম :
আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী
- তারিখ : ০৫:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
- / 1118
আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ ও জনগণের উন্নয়ন হয়। নানা বাধা-বিপত্তি সত্বেও এগিয়ে যাচ্ছে দেশ।
আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ-এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায় একথা বলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আওয়ামী লীগের গায়ে অত্যাচারের দাগ রয়েছে; তারপরও এই দলকে থামানো যায়নি।
শেখ হাসিনা জানান, জাতির পিতার জন্মশত বার্ষিকীতে নানা অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতাকে আরো অর্থবহ করে তোলা হবে। সভার শুরুতে দলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামকে এই যৌথ সভা উৎসর্গ করা হয়।