নিউজ ডেস্ক :
আওয়ামী লীগে কোন অনুপ্রবেশকারী স্থান পাবেনা, অনুপ্রবেশকারীদের দল থেকে তাড়াতে আওয়ামী লীগ সচেষ্ট আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে বনানীর বিআরটিএ ভবনে সড়ক পরিবহন আইন ও জনসচেতনতা তৈরিতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। .
ওবায়দুল কাদের বলেন, অন্য দলের ভেতরে কী হচ্ছে বা কেউ বের হয়ে গেল কিনা তা দেখার সময় নেই আওয়ামী লীগের নেই।
মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইনের বিধিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে আছে। সড়ক বিভাগ পরিবহন আইন সম্পর্কে সবাইকে সচেতন করতে আরো সাতদিন সতর্কতামূলক কার্যক্রম চালাবে। তবে, এখনই আইন প্রয়োগ করা হবেনা বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
যমুনা টিভি