দেশের করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য প্রদানের জন্য আজ থেকে সাংবাদিকদের উপস্থিতিতে সরাসরি সংবাদ সম্মেলন পরিহার করে অনলাইনে ব্রিফিং করবে স্বাস্থ্যমন্ত্রণালয়।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সেখানে বলা হয় আজ ২৩ মার্চ বিকেল (আনুমানিক) ৩-৪ টায় করোনা ভাইরাস সংক্রান্ত প্রথম অনলাইন লাইভ ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
ব্রিফিং এ যুক্ত থাকতে সাংবাদিকদের প্রতি ফেসবুকে Health Ministry Media Wing এই গ্রুপে অথবা Health Minister Zahid Maleque MP এই পেইজে সংযুক্ত হতে অনুরোধ করা হয়।
সেখানে আরও বলা হয় গ্রুপে প্রবেশ করে সংবাদকর্মীর নাম ও মিডিয়ার নাম লিখে কমেন্ট করলে তাকে লাইভ প্রশ্নোত্তর পর্বে যুক্ত করতে চেষ্টা করা হবে।
এসময়, প্রথম অনলাইন লাইভ প্রোগ্রামের কিছু ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বানও জানানো হয়।