এমপি বাহারের বিরুদ্ধে সাক্কুর অভিযোগ

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার নির্বাচনী এলাকায় অবস্থান করে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করে জাতীয় নিবন্ধন অনু  বিভাগের পরিচালক ( অপারেশন)  এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রির্টানিং কর্মকর্তা  বরাবর লিখিত অভিযোগ করেছে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ( টেবিল ঘড়ি)।

সোমবার  (৬ জুন) সন্ধ্যায়  লিখিত অভিযোগে মনিরুল হক সাক্কু জানান,  আগামী ১৫ জুন নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রার্থীদের মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চলছে, কিন্তু ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতা কর্মীদের অর্থাৎ বহিরাগতদের আনাগোনা ও চলাচল দিন দিন বেড়েই চলেছে। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য নির্বাচনী এলাকায় অবস্থান করে ও আচরণবিধি লঙ্ঘন করে মহানগর দলীয় কার্যালয়সহ বিভিন্ন জায়গায় মহানগর ও আদর্শ সদর উপজেলার নেতা কর্মীদের একত্রিত করে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অভিভাবকগণের সাথে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সকল কার্যক্রম পরিচালনা করছে। তার পাশাপাশি নির্বাচনী এলাকায় বহিরাগত নেতাকর্মীদের ডেকে বিশেষ করে পার্শ্ববর্তী সদর দক্ষিণ ও লালমাই উপজেলার নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে সভা ও আলাপ আলোচনা করে বিভিন্ন ভোট কেন্দ্র নিয়ে নির্দেশনা দিচ্ছে। যার ফলে স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোডাউনসহ নির্বাচনী সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে, নির্বাচনী আচরণবিধিও লঙ্ঘন হচ্ছে। তেমনি সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে নির্বাচন যত ঘনিয়ে আসছে ঠিক তেমনি আতঙ্কও সৃষ্টি করা হচ্ছে।

তিনি সদর সাংসদের নির্বাচনী  এলাকায় অবস্থান ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত কর্মকান্ড বন্ধের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!