ওজনে চাল কম দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জরিমানা

গাজীপুরের শ্রীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অপরাধে মোহাম্মদ মোর্শেদ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী তাকে এই জরিমানা করেন।

মোহাম্মদ মোর্শেদ আলম রাজাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। তিনি রাজাবাড়ি এলাকার সরকারি ১০টাকা কেজির চালের ডিলার।

র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার আল মামুন জানান, নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কার্ডধারীরা ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি পর্যন্ত চাল ক্রয় করতে পারবেন। স্থানীয় ওই ডিলার সরকারি নিয়ম না মেনে ওজনে কারসাজি করে প্রতি ক্রেতাকে ওজনে ৪ কেজি কম করে চাল দেন। তাদেরকে ২৬ কেজি চাল দিয়ে ৩০ কেজি চালের দাম আদায় করেন মোর্শেদ আলম।

খবর পেয়ে র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা ও গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে হাতেনাতে প্রমাণ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা-৪৬ মোতাবেক উক্ত ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!