শিরোনাম :
করোনায় দেশে নতুন শনাক্ত ৪১, মারা গেছেন আরও ৫ জন
- তারিখ : ০৩:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / 367
অনলাইন ডেক্সঃ
করোনাভাইরাসে দেশে নতুন করে শনাক্ত হয়েছে ৪১ জন। মারা গেছেন আরও ৫ জন। এনিয়ে মোট মারা গেছেন ১৭ জন। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৪ জন। আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ব্রিফিংয়ে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬০৬ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩২ জন।
ডা. ফ্লোরা আরো জানান, করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে চারজন পুরুষ আর একজন নারী রয়েছেন। এর আগে গতকাল সোমবার করোনায় তিনজনের মৃত্যু ও ৩৫ জনের আক্রান্ত হওয়ার খবর জানায় আইইডিসিআর।
মঙ্গলবার বেলা আড়াইটা পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ লাখ ৪৯ হাজার ৮৮৯ জন। মারা গেছে ৭৪ হাজার ৮২০ জন।











