কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা, শুরুতেই স্নাতকোত্তর

কুবি প্রতিনিধি :

করোনা মহামারীতে আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা শুরু করতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে স্নাতকোত্তরের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরুতে নেয়া হবে। রোববার (২৯ আগস্ট) দুপুর ১২টায় একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।

তিনি বলেন, আজ সকালে একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইন ও অফলাইনে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরীক্ষা অনলাইনে বা অফলাইন হবে কিনা তা সিদ্ধান্ত নেবে অনুষদ। অনুষদ চাইলে অনলাইন বা অফলাইনে পরীক্ষা নিতে পারবে। তবে স্নাতকোত্তরের সেমিস্টার পরীক্ষা দিয়ে সশরীরে শুরু হবে চূড়ান্ত পরীক্ষা। কবে নাগাদ পরীক্ষা শুরু হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, আজ বিকেলে পরীক্ষা কমিটির সভা রয়েছে। সেখানে নির্দিষ্ট হবে পরীক্ষার তারিখ।

উল্লেখ্য, করোনা সংক্রমণের প্রভাবে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে একই বছরের ২০ ডিসেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে। পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ বছরের ২৩ ফেব্রুয়ারি চলমান সব পরীক্ষা স্থগিত করা হয়।

পরবর্তী সময়ে চলতি বছরের ৩ জুন একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তে পুনরায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু হলেও ২৫ জুন স্থগিত করা হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!