নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন বুধবার বিকালে কনেশতলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার,সদর দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক হাজী আব্দুল মমিন ।
গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান এর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা মোঃ খোরশেদ আলম এর সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান মজুমদার, আলী আশ্রাফ, আমান উল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খন্দকার সোহেল রেজা, যুবলীগ নেতা মজিবুর রহমান মেম্বার, কামাল হোসেন, জয়নাল আবেদীন চৌধুরী, তানভীর রানা, আনাস মেম্বার, মাসুদ পারভেজ, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকিব মজুমদার, গলিয়ারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক জাহিদ হোসেন সোহাগ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগের সম্মেলনে গলিয়ারা উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সভাপতি পদে জামাল উদ্দিন মেম্বার,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মাস্টার এবং আব্দুল ওহাব ও আব্দুল মমিনকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এবং ৯নং ওয়ার্ডে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ,সাধারণ সম্পাদক আব্দুল মতিন খোকন মুহুরি এবং সাংগঠনিক সম্পাদক পদে জামাল হোসেন ও আনোয়ার নির্বাচিত হয়েছেন।
পরে ফিতা কেটে গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন গোলাম সারওয়ার সহ অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দ।