০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় যৌথ অভিযানে রিভলবার-এলজি উদ্ধার, গ্রেপ্তার ৪ কুমিল্লা সদর দক্ষিণে মাদক ব্যবসায়ী বিল্লালের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি পিস্তল নিয়ে গ্রেফতার হওয়া রাসেল সদর দক্ষিণ উপজেলা যুবদলের কেউ নয়- সায়েম মজুমদার  নাঙ্গলকোটে মহিলাদল আদ্রা উওর ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, পুলিশ হেফাজতে কিশোর কুমিল্লায় চাঁদাবাজবিরোধী অভিযানে হামলা, আহত ৩ পুলিশ সদস্য ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে যৌথ বিবৃতি কুমিল্লায় যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল কুমিল্লা সদর দক্ষিণে পিস্তলসহ যুবদল কর্মী আটক

কুমিল্লা সিটি নির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি

  • তারিখ : ১০:০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
  • / 484

অনলাইন ডেস্ক।।

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) তৃতীয়তম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ জুন। এরই মধ্যে মেয়র পদে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কাছে মনোনয়ন চেয়েছেন ১৪ জন প্রার্থী। এদের বেশিরভাগই সাবেক ছাত্রনেতা। রয়েছেন এক নারী সংসদ সদস্যও।
আজ শুক্রবার (১৩ মে) বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড দলীয় প্রার্থীর নাম ঘোষণার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ৫ থেকে ১১ মে পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের দলীয় আবেদনপত্র বিক্রি হয়। সাত দিনে দলীয় মনোনয়ন পেতে ১৪ জন প্রার্থী আবেদনপত্র জমা দেন। তারা হলেন- সংরক্ষিত নারী সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, সহ-সভাপতি ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, তথ্য ও সমাজকল্যাণ সম্পাদক নুর উর রহমান মাহমুদ তানিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান মিঠু, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান, মহানগর আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শ্যামল চন্দ্র ভট্টাচার্য, ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুবুর রহমান, চট্টগ্রামের রাউজান উচ্চবিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক জিএস (সাধারণ সম্পাদক) কাজী ফারুক আহমেদ, আওয়ামী লীগের উপ-কমিটির সহসম্পাদক মো. শাহজাহান ও আওয়ামী লীগ সদস্য শফিউর রহমান। এদের মধ্যে ওমর ফারুক, সফিকুল ইসলাম শিকদার ও নূর উর রহমান মাহমুদ তানিম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন। মো. জাকির হোসেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। আরফানুল হক রিফাত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ক্রীড়া ও শরীর চর্চাবিষয়ক সম্পাদক ছিলেন। আনিসুর রহমান মিঠু বঙ্গবন্ধু ল কলেজের ভিপি ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এ বিষয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের সংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে মেয়র পদে সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী, এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
২৭টি ওয়ার্ডের ১০৩টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ৩২ হাজার ৬৩০ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৪ হাজার ৪৮৮ জন। পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ১৪২ জন।

সূত্র: জাগো নিউজ

শেয়ার করুন

কুমিল্লা সিটি নির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি

তারিখ : ১০:০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২

অনলাইন ডেস্ক।।

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) তৃতীয়তম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ জুন। এরই মধ্যে মেয়র পদে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কাছে মনোনয়ন চেয়েছেন ১৪ জন প্রার্থী। এদের বেশিরভাগই সাবেক ছাত্রনেতা। রয়েছেন এক নারী সংসদ সদস্যও।
আজ শুক্রবার (১৩ মে) বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড দলীয় প্রার্থীর নাম ঘোষণার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ৫ থেকে ১১ মে পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের দলীয় আবেদনপত্র বিক্রি হয়। সাত দিনে দলীয় মনোনয়ন পেতে ১৪ জন প্রার্থী আবেদনপত্র জমা দেন। তারা হলেন- সংরক্ষিত নারী সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, সহ-সভাপতি ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, তথ্য ও সমাজকল্যাণ সম্পাদক নুর উর রহমান মাহমুদ তানিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান মিঠু, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান, মহানগর আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শ্যামল চন্দ্র ভট্টাচার্য, ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুবুর রহমান, চট্টগ্রামের রাউজান উচ্চবিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক জিএস (সাধারণ সম্পাদক) কাজী ফারুক আহমেদ, আওয়ামী লীগের উপ-কমিটির সহসম্পাদক মো. শাহজাহান ও আওয়ামী লীগ সদস্য শফিউর রহমান। এদের মধ্যে ওমর ফারুক, সফিকুল ইসলাম শিকদার ও নূর উর রহমান মাহমুদ তানিম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন। মো. জাকির হোসেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। আরফানুল হক রিফাত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ক্রীড়া ও শরীর চর্চাবিষয়ক সম্পাদক ছিলেন। আনিসুর রহমান মিঠু বঙ্গবন্ধু ল কলেজের ভিপি ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এ বিষয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের সংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে মেয়র পদে সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী, এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
২৭টি ওয়ার্ডের ১০৩টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ৩২ হাজার ৬৩০ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৪ হাজার ৪৮৮ জন। পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ১৪২ জন।

সূত্র: জাগো নিউজ