শিরোনাম :
কুমিল্লায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
- তারিখ : ১২:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / 373
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মেহেদী হাসান (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ জুলাই) দুপুরে উপজেলার দৌলতগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী হাসান ফেনীর সদর উপজেলার দেবীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে মেহেদীর মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।