০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার

কুমিল্লায় কিছুতেই স্বাস্থ্য বিধি মানছে না মানুষ

  • তারিখ : ১২:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • / 548

রকিবুল হাসান রকি :

দেশে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যেই কুমিল্লা মহানগর সহ বিভিন্ন উপজেলায় একের পর এক করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। এ রকম পরিস্থিতিতেও অধিকাংশ মানুষের মাঝে সরকারি বিধি নিষেদ ও নিয়ম নীতির তোয়াক্কা করছে না। চলমান প্রাণঘাতি করোনা ভাইরাস পরিস্থিতিতে শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কুমিল্লার কোথাও। ঘর থেকে বের হলে স্বাস্থ্যবিধি মেনে এবং মুখে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। আর এই নির্দেশনা অমান্য করা হলে অর্থাৎ মাস্ক ছাড়া বাইরে বের হলে সর্বোচ্চ জরিমানার বিধান রাখা হয়েছে।

তবে সরকারের নির্দেশনা থাকার পরও সদর দক্ষিণ উপজেলায় আগের মতোই অনেকটা স্বাভাবিক চলাফেরা করছে জনসাধারণ। অনেকেই মুখে মাস্ক ছাড়াই বাইরে চলাফেরা করছেন করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে। বাজারে কেনাকাটা করছেন একেবারে গাঁয়ে গাঁ ঘেঁষে যে যার মতো। অনেকেই আবার ঘুরছেন বাজারে কিংবা সড়কে। সাধারণ ছুটির পর জীবন ও জীবিকার তাগিদে সীমিত পরিসরে সবকিছু খুলে দেওয়ার পর থেকে এ অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মানুষ যেন করোনা ভুলতে বসেছেন।

উপজেলার সুয়াগাজী বাজার সহ বিভিন্ন স্থানে দেখা যায়, কেউ কেউ মাস্ক পরলেও অনেকের মুখে মাস্ক নেই। অনেকে কথা বলার সময় মাস্ক খুলে ফেলছেন। বাজারের কয়েকজন দোকানি বলেন, আমরা ক্রেতাদের দূরে দাঁড়াতে, মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মানতে বলি। কিন্তু ক্রেতারা অসন্তোষের ভাব নিয়ে কোন কথাই শুনতে চান না।

বিশেষ করে সদর দক্ষিণের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিধি চরমভাবে লংঘন করতে দেখা যাচ্ছে। পদুয়ার বাজার, সুয়াগাজী বাজার, চৌয়ারা বাজার, লালমাই বাজার, বিজয়পুর বাজার, চৌয়ারা বাজার, পিপুলিয়া বাজার, কনেশতলা বাজার, একবালিয়া বাজার, বামিশা বাজার সহ বিভিন্ন সড়কে কনফেকশনারি, হোটেল রেস্তোঁরাসহ অন্যান্য দোকানপাট দিব্যি খোলা থাকছে। ওইসব ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানের অর্ধ শার্টার খুলে দেদারছে ব্যবসা পরিচালনা করছেন। প্রশাসনের লোকজন আসা মাত্রই দোকান বন্ধ করছেন। আবার তারা চলে যাওয়ার পর দোকান খুলে রাখছেন। তারা সরকারের স্বাস্থ্যবিধির ধার ধরছেন না।

এসব ব্যবসায়ীদের কারণে অধিক রাত পর্যন্ত অসংখ্যক মানুষ বাইরে চলাফেরা করছে। এ সব ব্যবসায়ীরা নিজেরাও বিধি মানছেন না, উল্টো অন্যদের অযথা বাইরে বের হওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছেন। ফলে উপজেলার সকাল থেকে রাত পর্যন্ত মানুষের চলাচল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সচেতন মহল উপজেলা ও পুলিশ প্রশাসনকে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিনের কাছে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার বিষয়ে জানতে চাইলে জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নের জন্য ৫ হাজার মাস্ক, সাবান এবং হেন্ড সেনেটাইজার দেওয়া হবে। দেওয়ার পর যদি কেউ মাস্ক না পরে ঘোরা-ঘুরি করে,পরবর্তীতে আইন অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

কুমিল্লায় কিছুতেই স্বাস্থ্য বিধি মানছে না মানুষ

তারিখ : ১২:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০

রকিবুল হাসান রকি :

দেশে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যেই কুমিল্লা মহানগর সহ বিভিন্ন উপজেলায় একের পর এক করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। এ রকম পরিস্থিতিতেও অধিকাংশ মানুষের মাঝে সরকারি বিধি নিষেদ ও নিয়ম নীতির তোয়াক্কা করছে না। চলমান প্রাণঘাতি করোনা ভাইরাস পরিস্থিতিতে শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কুমিল্লার কোথাও। ঘর থেকে বের হলে স্বাস্থ্যবিধি মেনে এবং মুখে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। আর এই নির্দেশনা অমান্য করা হলে অর্থাৎ মাস্ক ছাড়া বাইরে বের হলে সর্বোচ্চ জরিমানার বিধান রাখা হয়েছে।

তবে সরকারের নির্দেশনা থাকার পরও সদর দক্ষিণ উপজেলায় আগের মতোই অনেকটা স্বাভাবিক চলাফেরা করছে জনসাধারণ। অনেকেই মুখে মাস্ক ছাড়াই বাইরে চলাফেরা করছেন করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে। বাজারে কেনাকাটা করছেন একেবারে গাঁয়ে গাঁ ঘেঁষে যে যার মতো। অনেকেই আবার ঘুরছেন বাজারে কিংবা সড়কে। সাধারণ ছুটির পর জীবন ও জীবিকার তাগিদে সীমিত পরিসরে সবকিছু খুলে দেওয়ার পর থেকে এ অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে মানুষ যেন করোনা ভুলতে বসেছেন।

উপজেলার সুয়াগাজী বাজার সহ বিভিন্ন স্থানে দেখা যায়, কেউ কেউ মাস্ক পরলেও অনেকের মুখে মাস্ক নেই। অনেকে কথা বলার সময় মাস্ক খুলে ফেলছেন। বাজারের কয়েকজন দোকানি বলেন, আমরা ক্রেতাদের দূরে দাঁড়াতে, মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মানতে বলি। কিন্তু ক্রেতারা অসন্তোষের ভাব নিয়ে কোন কথাই শুনতে চান না।

বিশেষ করে সদর দক্ষিণের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিধি চরমভাবে লংঘন করতে দেখা যাচ্ছে। পদুয়ার বাজার, সুয়াগাজী বাজার, চৌয়ারা বাজার, লালমাই বাজার, বিজয়পুর বাজার, চৌয়ারা বাজার, পিপুলিয়া বাজার, কনেশতলা বাজার, একবালিয়া বাজার, বামিশা বাজার সহ বিভিন্ন সড়কে কনফেকশনারি, হোটেল রেস্তোঁরাসহ অন্যান্য দোকানপাট দিব্যি খোলা থাকছে। ওইসব ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানের অর্ধ শার্টার খুলে দেদারছে ব্যবসা পরিচালনা করছেন। প্রশাসনের লোকজন আসা মাত্রই দোকান বন্ধ করছেন। আবার তারা চলে যাওয়ার পর দোকান খুলে রাখছেন। তারা সরকারের স্বাস্থ্যবিধির ধার ধরছেন না।

এসব ব্যবসায়ীদের কারণে অধিক রাত পর্যন্ত অসংখ্যক মানুষ বাইরে চলাফেরা করছে। এ সব ব্যবসায়ীরা নিজেরাও বিধি মানছেন না, উল্টো অন্যদের অযথা বাইরে বের হওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছেন। ফলে উপজেলার সকাল থেকে রাত পর্যন্ত মানুষের চলাচল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সচেতন মহল উপজেলা ও পুলিশ প্রশাসনকে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিনের কাছে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার বিষয়ে জানতে চাইলে জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নের জন্য ৫ হাজার মাস্ক, সাবান এবং হেন্ড সেনেটাইজার দেওয়া হবে। দেওয়ার পর যদি কেউ মাস্ক না পরে ঘোরা-ঘুরি করে,পরবর্তীতে আইন অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।