নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লায় নতুন করে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৫৬ জন।
নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তরা হলো কুমিল্লা সিটি কর্পোরেশন ১ জন, কুমিল্লা মেডিক্যাল কলেজ ১ জন, নাঙ্গলকোট উপজেলা- ২ জন, চান্দিনা উপজেলা-১ জন।
আজ সোমবার দুপুর পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৫৬ জন আর মৃত্যুবরন করেছেন ০৭ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ১৫৬ জনের মধ্যে মোট ৩২ জন সুস্থ্য হয়েছেন।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবীদ্বারে ৪১ জন, মুরাদনগরে ১৯ জন, লাকসামে ১৩ জন, চান্দিনায় ১২ জন, তিতাসে ১১ জন, বরুড়ায় ১০ জন, নগরীতে ১১ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচং এ ৮ জন, মনোহরগঞ্জে ৫ জন, সদর দক্ষিনে ৩ জন, ব্রাহ্মনপাড়ায় ২ জন, হোমনায় ২ জন, আদর্শ সদরে ২ জন, মেঘনায় ২ জন, লালমাইয়ে ২ জন, নাঙ্গলকোট- ২ জন, চৌদ্দগ্রামে ২ জন ও নতুন করে কুমিল্লা মেডিক্যাল কলেজে ১জন সহ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১৫৬ জন ।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেইজ সূত্রে জানা যায়, সর্বমোট করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ ৩৫১৬ জন ও রিপোর্ট পাওয়া গেছে ৩০৯১ জনের।