কুমিল্লায় সিইসির মতবিনিময় সভায় মেয়র প্রার্থী কায়সারের বক্তব্যে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক ::

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নিয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। প্রার্থীদের মতবিনিময় সভায় ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের বক্তব্যের সময় উত্তেজনা সৃষ্টি হয়। প্রধান নির্বাচন কমিশনের উপস্থিতিতেই কয়েক মিনিট পরিস্থিতি উত্তেজিত ছিল। রবিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে।

দেখা যায়, কথা বলতে দাঁড়ান স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। এ সময় তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচন ও পূর্বের নির্বাচনের অনিয়ম নিয়ে কথা বলতে শুরু করলে পেছন থেকে আওয়ামী লীগপন্থী কয়েকজন সাবেক কাউন্সিলর উত্তেজিত হয়ে উঠেন। তারা এই স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্যে করে কথা বলতে থাকে।

এতে পুরো অডিটোরিয়ামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাউন্সিলররা আসন ছেড়ে উঠে দাঁড়ান। প্রধান নির্বাচন কমিশনের উপস্থিতিতেই কয়েক মিনিট পরিস্থিতি উত্তেজিত ছিল। পরে জেলা প্রশাসক কামরুল হাসান উত্তেজিত প্রার্থীদের শান্ত করেন। এরপর আবার গঠন মুলক বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!