কুমিল্লা এসডি নিউজ ডেস্ক :
ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে স্থবির হয়ে পড়েছে কুমিল্লার সড়ক-মহাসড়ক গুলো। বঙ্গোপসাগড়ের উপকূলে ঝড়ো হাওয়া শুরু হওয়ার পর ঘূর্ণিঝড় বুলবুলের অগ্রবর্তী অংশ শনিবার রাতে সুন্দরবন,সাতক্ষীরা ও বাগেরহাটের অংশে আগাত আনে। কুমিল্লায় শনিবার দিনভর গুড়িগুড়ি বৃষ্টি হলেও রবিবার সকাল থেকেই ঝড়ো হাওয়ার সাথে ভারি বৃষ্টি বর্ষণ শুরু হয়।
ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার অংশ স্থবির হয়ে পড়েছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার প্রাণ কেন্দ্র পদুয়ার বাজার বিশ^রোড এলাকায় যাত্রীবাহী বাস ও যাত্রীদের উপস্থিতি ছিল অন্যান্য সময়ের চেয়ে অনেক কম। এতে করে স্থানীয় ব্যবসায়ীরাও অলস সময় কাটাতে দেখা গেছে। বিরামহীন বৃষ্টির কারণে প্রয়োজনের তাগিদে বের হওয়া যাত্রীদেরও চরম দূর্ভোগে পোহাতে দেখা গেছে।