০২:২২ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের নামে মামলা খবর শুনে বাবার মৃত্যু

  • তারিখ : ০৪:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • / 336

ধামরাই (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে আবাসন প্রকল্পে পার্টটাইমে চাকরি নেয়া সোহাগের নামে ৫টি মামলা দায়ের করেন স্থানীয়রা। এ ঘটনায় পুলিশ সোহাগসহ ওই আবাসনের ১১ জন কর্মচারীকে আটক করে। খবর পেয়ে সোহাগের বাবা আবুল কালাম অসুস্থ হয়ে আজ সোমবার সকালে মারা যান।

জানা গেছে, উপজেলার কুল্লা ইউনিয়নের মাকুলিয়ায় একটি আবাসন প্রকল্পে চাকরি করতেন আবুল কালামের ছেলে সোহাগ। গত বুধবার রাতে ওই প্রকল্পের সোহাগসহ ১১ জন কর্মচারীকে জমি দখলসহ বিভিন্ন অভিযোগে আটক করে পুলিশ।

এ সময় স্থানীয় লাভু, সামদাসী, জিয়াসমিনসহ কয়েকজন বাদি হয়ে ৫টি মামলা দায়ের করেন। এ খবর পেয়ে সোহাগের বাবা আবুল কালাম অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে সাভারের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।

স্থানীয়রা জানান, একই ঘটনায় বিভিন্ন জন ৫টি মামলা দেয় সোহাগের নামে। বিষয়টি সহজে মেনে নিতে পারেননি তার বাবা। ছেলের চিন্তায় গুরুতর অসুস্থ হন তিনি। পরে সোমবার সকালে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ব্যাপারে ওই আবাসন প্রকল্পের ব্যবস্থনা পরিচালক তৌহিদুল ইসলাম সোহাগের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের মুঠোফোনে জানান, সোহাগের নামে ৫টি মামলার ঘটনা জানতে পেরে তার বাবা চিন্তায় অসুস্থ হয়ে মারা গেছেন। এজন্য আমরা মামলার বাদিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নিচ্ছি।

বিডি-প্রতিদিন

শেয়ার করুন

ছেলের নামে মামলা খবর শুনে বাবার মৃত্যু

তারিখ : ০৪:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

ধামরাই (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে আবাসন প্রকল্পে পার্টটাইমে চাকরি নেয়া সোহাগের নামে ৫টি মামলা দায়ের করেন স্থানীয়রা। এ ঘটনায় পুলিশ সোহাগসহ ওই আবাসনের ১১ জন কর্মচারীকে আটক করে। খবর পেয়ে সোহাগের বাবা আবুল কালাম অসুস্থ হয়ে আজ সোমবার সকালে মারা যান।

জানা গেছে, উপজেলার কুল্লা ইউনিয়নের মাকুলিয়ায় একটি আবাসন প্রকল্পে চাকরি করতেন আবুল কালামের ছেলে সোহাগ। গত বুধবার রাতে ওই প্রকল্পের সোহাগসহ ১১ জন কর্মচারীকে জমি দখলসহ বিভিন্ন অভিযোগে আটক করে পুলিশ।

এ সময় স্থানীয় লাভু, সামদাসী, জিয়াসমিনসহ কয়েকজন বাদি হয়ে ৫টি মামলা দায়ের করেন। এ খবর পেয়ে সোহাগের বাবা আবুল কালাম অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে সাভারের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।

স্থানীয়রা জানান, একই ঘটনায় বিভিন্ন জন ৫টি মামলা দেয় সোহাগের নামে। বিষয়টি সহজে মেনে নিতে পারেননি তার বাবা। ছেলের চিন্তায় গুরুতর অসুস্থ হন তিনি। পরে সোমবার সকালে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ব্যাপারে ওই আবাসন প্রকল্পের ব্যবস্থনা পরিচালক তৌহিদুল ইসলাম সোহাগের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের মুঠোফোনে জানান, সোহাগের নামে ৫টি মামলার ঘটনা জানতে পেরে তার বাবা চিন্তায় অসুস্থ হয়ে মারা গেছেন। এজন্য আমরা মামলার বাদিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নিচ্ছি।

বিডি-প্রতিদিন