জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ স্থগিত
- তারিখ : ০৩:২০:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / 878
করোনাভাইরাস বিস্তার রোধে জনপ্রশাসন মন্ত্রণালয় ও তার অধীনে থাকা সব দফতরের কর্মকর্তা-কর্মচারীর সব ধরনের প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে।
রোববার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন যুগান্তরকে এ কথা জানান। তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী বর্তমানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণে আছেন।
করোনার কারণে আমরা তা স্থগিত করে যার যার কর্মস্থলে চলে যেতে বলেছি। তারা নিজ নিজ কাজের পাশাপাশি জনগণের সহযোগিতা করবেন এমন নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ব্যবস্থা নিচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান লকডাউন করা হয়েছে। বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম সীমিত করেছে।
৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন চারজন।
”যুগান্তর”