ডেস্ক নিউজ।।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লার মহানগর শাখার উদ্যোগে ত্রৈ-মাসিক তরবিয়্যতি ইজতেমা বুধবার নগরীর কাপ্তান বাজার মাদরাসায়ে জমিরিয়ায় অনুষ্ঠিত হয়। তরবিয়্যতি ইজতেমায় কুমিল্লা মহানগর সভাপতি মুফতি মনিরুল হক কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম মহাসচিব আল্লামা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফেজ মাও: মাহমুদুল হাসান জিহাদী আল মাদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সহ-সভাপতি মাও: নুরুল ইসলাম,মাও: সারোয়ার আলম ভূইয়া,জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান,নগর ছাত্র বিষয়ক সম্পাদক হাফেজ মাও: নুরুল হক সিরাজী,মাওলানা আব্দুল্লাহ আল মামুন,মাও: হুসাইস আহমদ,হাফেজ মুহিব্বুল্লাহ বুরহান,মাও: জাহিদ আল হাবিবী,কারী শাখাওয়াত সহ মহানগর,জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত তরবিয়্যতি ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম মহাসচিব আল্লামা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন,বর্তমানে দেশে মদ,জুয়া,অশ্লীলতাসহ বিভিন্ন অপকর্মের সয়লাভ। আলেম উলামাসহ সকল মুসলিম তৌহিদী জনতা ঐক্যবদ্ধ ভাবে সকল অপকর্মের বিরুদ্ধে সজাগ থেকে প্রতিরোধ গড়ে তোলতে হবে। দেশ ও জাতির শান্তি,সফতার ও নিরাপত্তা কামনা করে কুমিল্লা মহানগর জমিয়তের সভাপতি মুফতি মনিরুল হক কাসেমীর মুনাজাত এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।