ঢাকায় ছাত্রদলের কর্মসূচিতে হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ

কুবি প্রতিনিধি।।

ডিজিটাল নিরাপত্তা আইনে আটক লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল। সোমবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এই বিক্ষোভ মিছিল করে তারা।

এ বিষয়ে শাখা ছাত্রদলের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, দেশব্যাপী ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা বিক্ষোভ মিছিল করেছি। জাতীয় প্রেসক্লাবের সামনে আমাদেও শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ ও নিন্দা জানাই।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভ, প্রচার সম্পাদক আবুল বাশার, যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আশিক, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কিবরিয়া, সজল, আল আমিন, নাঈম এলাহী, কাউছার সহ ছাত্রদলের নেতাকর্মীরা।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!