কুমিল্লা এসডি নিউজ ডেস্ক :
সিরাজগঞ্জের বাগবাটিতে দুর্বৃত্তদের গুলিতে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড মেম্বার বকুল হোসেন নিহত হয়েছেন।
শনিবার রাত ৮টার কিছু পরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়ীয়া-ভেওয়ামারা বাজারের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বকুল হোসেন দত্তবাড়ি গ্রামের হযরত আলী মুন্সীর ছেলে।
পুলিশ জানায়, নামাজ শেষে ফেরার পথে নিজ বাড়ির সামনে তার মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
সূত্র:
ডিবিসি নিউজ