বিজ্ঞাপন।।
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। দীর্ঘ এক বছর ঘুরে মুসলমানদের মাঝে আবার ফিরে এসেছে পবিত্র ঈদ উল আজহা। দেশ ও বিদেশে অবস্থানরতসহ সকলকে পবিত্র ঈদ উল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি ও আ’লীগ নেতা আব্দুর রব।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুসলমানদের নিকট পবিত্র ঈদ বছরের শ্রেষ্ঠ আনন্দের দিন। ঈদ আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে।পবিত্র ঈদ উল আজহা এর মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।
স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।
ঈদ-উল-আজহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দ। সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও মিলবন্ধন। মহান আল্লাহ তায়ালার দরবারে এ প্রার্থনা। “ঈদ মোবারক”