বন্ধ হল বাল্যবিয়ে, বর-কনের বাবাকে জরিমানা

পাবনার চাটমোহর উপজেলায় স্বর্ণা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম। এ সময় বর ও কনের বাবাদের জরিমানা করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছাইকোলা দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।

স্বর্ণা খাতুন ওই গ্রামের সাইফুল সরকারের মেয়ে ও ছাইকোলার একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার ছাইকোলা কারিগরপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে দশম শ্রেণির ছাত্র সজীব হোসেনের সঙ্গে স্বর্ণার বিয়ের দিন ঠিক করে তার পরিবার।

সেই মোতাবেক সন্ধ্যার পর গ্রামের কাউকে না জানিয়ে চলছিল বিয়ের আয়োজন। অতিথিদের আপ্যায়নের পর্ব শুরু হওয়ার পর গোপন সংবাদ পেয়ে ওই বিয়ে বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন এসিল্যান্ড ইকতেখারুল ইসলাম। এ সময় বর-বউয়ের বাবাকে আটক করা গেলেও পালিয়ে যায় বর।

পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বরের বাবা গোলাম মোস্তফাকে পাঁচ হাজার এবং কনের বাবা সাইফুল সরকারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে বউয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। পরে জরিমানার টাকা দিয়ে মুক্ত হন বর-বউয়ের বাবা।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!