০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার

বিজয়ের দিনে স্পাইস টিভির পরীক্ষামূলক সম্প্রচার শুরু

  • তারিখ : ০৪:৩৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
  • / 310

নিজস্ব প্রতিবেদক।।

নির্মাণ পর্ব দিয়ে যাত্রা শুরু করল বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘স্পাইস টেলিভিশন’। বৃহস্পতিবার দুপুর ২টায় চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন স্পাইস টেলিভিশনের এডিটর ইন চিফ তুষার আবদুল্লাহ। তিনি বলেন, ‘সম্প্রচার শুরু হয়েছে।

এটিকে আমরা বলছি নির্মাণ পর্ব।’ এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তুষার আবদুল্লাহ লেখেন, ‘নির্মাণ পর্ব শুরু হয়েছিল একাত্তরে। বিজয়ের সেই যাত্রা ৫০ এর মাইলফলকে পৌঁছেছে। এক বিজয় নতুন বিজয়ের পথচিত্র এঁকে দেয়।

বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তর যে স্বপ্ন দেখেছিল, ২০২১ এ পৌঁছে বাংলাদেশ সেই স্বপ্নের পূর্ণতার দিকে হাঁটছে।’ ফেসবুকে তুষার আবদুল্লাহ আরও লেখেন, ‘সামনের মাইলফলক অর্থনৈতিক মুক্তি। আমরা যারা একাত্তর পরবর্তী প্রজন্ম, তারা অসাম্প্রদায়িক, সাম্য ও অর্থনৈতিক মুক্তির লড়াইয়ের সৈনিক। আমরা লড়াইয়ে আছি বাংলাদেশের অর্থনৈতিক সচ্ছলতা, বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের আদর্শিক অবস্থান উপস্থাপনে। সেই লড়াইয়ের অংশ হিসেবেই বিজয়ের ৫০ এ শুরু হলো এক নতুন নির্মাণ পর্বের।

তুষার আবদুল্লাহ লেখেন, ‘আমরা প্রথমবারের মতো বাংলাদেশে অর্থ সংবাদভিত্তিক টেলিভিশন উপহার দিতে যাচ্ছি দর্শকদের। তৃণমূলের উদ্যোক্তা থেকে শুরু করে দেশ বিদেশের বৃহৎ বিনিয়োগকারীর উদ্যোগ, সাফল্যের পাশাপাশি থাকছে ক্রেতার চাহিদা ও অধিকারের কথাও।’ ‘বিজয়ের দিন দুপুর ২টায় এই নির্মাণ যাত্রার সঙ্গে যুক্ত হওয়ার নিমন্ত্রণ রইল। এই নির্মাণ পর্বে পৌঁছাতে যাদের ভালোবাসাযুক্ত সহযোগিতা পেয়ে আসছি, তাদের প্রতি রইল কৃতজ্ঞতা।

প্রিয় দর্শক ও শুভাকাঙ্ক্ষী আপনার ক্যাবল অপারেটরকে অনুরোধ করুন এই নির্মাণ পর্বে আপনাকে যুক্ত করতে। জয়তু বাংলাদেশ।’ ক্যাবল অপারেটরদের জন্য স্পাইস টিভির DOWNLINK PARAMETER:- Satellite- BS-1, Orbit Location- 119.1E, Transponder- 09, Downlink Frequency- 4680MHz, Symbol Rate- 30,000Ksps, Modulation- 8PSK, FEC- 2/3, Polarization- Horizontal, Carrier Type- DVBS-2, Compression- HEVC (HD). আকাশ ডিটিএইচ এ চ্যানেলটি পাওয়া যাবে ১৪৭ নাম্বারে।

শেয়ার করুন

বিজয়ের দিনে স্পাইস টিভির পরীক্ষামূলক সম্প্রচার শুরু

তারিখ : ০৪:৩৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক।।

নির্মাণ পর্ব দিয়ে যাত্রা শুরু করল বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘স্পাইস টেলিভিশন’। বৃহস্পতিবার দুপুর ২টায় চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন স্পাইস টেলিভিশনের এডিটর ইন চিফ তুষার আবদুল্লাহ। তিনি বলেন, ‘সম্প্রচার শুরু হয়েছে।

এটিকে আমরা বলছি নির্মাণ পর্ব।’ এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তুষার আবদুল্লাহ লেখেন, ‘নির্মাণ পর্ব শুরু হয়েছিল একাত্তরে। বিজয়ের সেই যাত্রা ৫০ এর মাইলফলকে পৌঁছেছে। এক বিজয় নতুন বিজয়ের পথচিত্র এঁকে দেয়।

বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তর যে স্বপ্ন দেখেছিল, ২০২১ এ পৌঁছে বাংলাদেশ সেই স্বপ্নের পূর্ণতার দিকে হাঁটছে।’ ফেসবুকে তুষার আবদুল্লাহ আরও লেখেন, ‘সামনের মাইলফলক অর্থনৈতিক মুক্তি। আমরা যারা একাত্তর পরবর্তী প্রজন্ম, তারা অসাম্প্রদায়িক, সাম্য ও অর্থনৈতিক মুক্তির লড়াইয়ের সৈনিক। আমরা লড়াইয়ে আছি বাংলাদেশের অর্থনৈতিক সচ্ছলতা, বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের আদর্শিক অবস্থান উপস্থাপনে। সেই লড়াইয়ের অংশ হিসেবেই বিজয়ের ৫০ এ শুরু হলো এক নতুন নির্মাণ পর্বের।

তুষার আবদুল্লাহ লেখেন, ‘আমরা প্রথমবারের মতো বাংলাদেশে অর্থ সংবাদভিত্তিক টেলিভিশন উপহার দিতে যাচ্ছি দর্শকদের। তৃণমূলের উদ্যোক্তা থেকে শুরু করে দেশ বিদেশের বৃহৎ বিনিয়োগকারীর উদ্যোগ, সাফল্যের পাশাপাশি থাকছে ক্রেতার চাহিদা ও অধিকারের কথাও।’ ‘বিজয়ের দিন দুপুর ২টায় এই নির্মাণ যাত্রার সঙ্গে যুক্ত হওয়ার নিমন্ত্রণ রইল। এই নির্মাণ পর্বে পৌঁছাতে যাদের ভালোবাসাযুক্ত সহযোগিতা পেয়ে আসছি, তাদের প্রতি রইল কৃতজ্ঞতা।

প্রিয় দর্শক ও শুভাকাঙ্ক্ষী আপনার ক্যাবল অপারেটরকে অনুরোধ করুন এই নির্মাণ পর্বে আপনাকে যুক্ত করতে। জয়তু বাংলাদেশ।’ ক্যাবল অপারেটরদের জন্য স্পাইস টিভির DOWNLINK PARAMETER:- Satellite- BS-1, Orbit Location- 119.1E, Transponder- 09, Downlink Frequency- 4680MHz, Symbol Rate- 30,000Ksps, Modulation- 8PSK, FEC- 2/3, Polarization- Horizontal, Carrier Type- DVBS-2, Compression- HEVC (HD). আকাশ ডিটিএইচ এ চ্যানেলটি পাওয়া যাবে ১৪৭ নাম্বারে।