মদ খেতে বাধা দেয়ায় মেয়েকে গুলি করে হত্যা

কুমিল্লা এসডি নিউজ ডেক্স:
মদ খেতে বাধা দিলে নিজের মেয়েকে গুলি করে হত্যা করলো বাবা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশের সম্বল জেলায়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বাবা নেম সিং–কে(৫২)।

জানা গেছে, মা হারা নিতেশ এই পরিস্থিতির বদল চেয়েছিল। যার নির্মম পরিণতি হল মৃত্যুর মধ্য দিয়ে। ১৫ বছর আগে মেয়ে নিতেশের মা আত্মহত্যা করে এরপর থেকে বাবা নেম সিং মদ খাওয়া শুরু করে। মদ্যপ বাবার অত্যাচার দিন দিন বেড়েই চলছিল।

পুলিশ জানায়, শনিবার বাড়িতে বসে মদ খাচ্ছিল নেম সিং। তখন তাকে বাধা দেয় মেয়ে নিতেশ। এরপরই ক্ষেপে ওঠে নেম সিং। পকেট থেকে দেশি পিস্তল বের করে একবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে দেয়। ঘটনাস্থলেই মারা যায় মেয়ে নিতেশ।
সূত্র:
যমুনা টিভি

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!