আরিফ গাজী :
উপ আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় বহির্ভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া) ৮-১৪ বছরের শিশুদেরকে প্রাথমিক শিক্ষা গ্রহনের জন্য দ্বিতীয়বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় নিয়ে আসার লক্ষে কুমিল্লার মুরাদনগরে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মুরাদনগর ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে ও ব্র্যাক শিক্ষা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক আসুতোশ চক্রবর্তীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
এ সময় আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাইনুদ্দিন আহমেদ সোহাগ, উপ আনুষ্ঠানিক শিক্ষা র্যুরোর সহকারি পরিচালক শেখ মোঃ নাজমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিমগীর, প্রধান শিক্ষক কাউছার ভূইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রব, মৎস কর্মকর্তা ফয়েজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার (ব্র্যাক অফিস) প্রনীত মন্ডল, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, জয়নাল আবেদিন প্রমূখ।