মুরাদনগরে এমপি ইউসুফ হারুনের পক্ষ থেকে সিএনজি চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
- তারিখ : ০৫:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / 1208
আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে মাহে রমজানের ২য় দিনে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র পক্ষ থেকে করোনার প্রাদুর্ভাবে ঘর বন্দি হয়ে পড়া সিএনজি ও অটো রিক্সা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়ন পরিষদে প্রায় ১’শ চালকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, পেয়াজ, বোট, আলু, তেল, সাবান ও লবন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সদরের ইউপি সদস্য আক্তার হোসেন, উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামিম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি কেএম শারফিন শাহ্, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোঃ হাসান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক কামরুল হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন প্রমুখ।