শিরোনাম :
মুরাদনগরে গোমতী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- তারিখ : ১০:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / 384
আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগর উপজেলার গোমতী নদী থেকে এক অজ্ঞাত যুবকের (২৩) লাশ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় মুরাদনগর সদর এলাকার বেইলী ব্রিজের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে গোমতী নদীতে লাশ দেখতে পেয়ে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল জানান, স্থানীয় জনতার মাধ্যমে খবর পেয়ে নদী থেকে অজ্ঞাত যুবকের (২৩) লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।