মুরাদনগরে গোসলে গিয়ে দুই বোন সহ নিহত ৩ শিশু
- তারিখ : ১০:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / 698
আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে পুকুরে গোসল করতে গিয়ে একই পরিবারের দুই বোনসহ পানিতে ডুবে ৩ জন কন্যাশিশু নিহত হয়েছে।
নিহত তিন শিশু উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট পশ্চিমপাড়া গ্রামের সালাম মিয়ার মেয়ে আমেনা (১২) ও সামিয়া (৬) এবং একই গ্রামের কাউসার মিয়ার মেয়ে সাদিয়া(৭)।
নিহতদের পরিবার সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার দুপুরে বাড়ির পাশের সুরুজ মিয়ার পুকুর ঘাটে গোসল করতে যায় সালাম মিয়ার দুই মেয়ে আমেনা ও সামিয়া এবং একই গ্রামের কাউসার মিয়ার মেয়ে সাদিয়া। গোসল করতে গিয়ে দীর্ঘসময় পর বাড়ি ফিরে না আসলে পরিবারের অন্য সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর ঘাটের পাশে তাদের জুতা পানিতে ভাসতে দেখা যায়। পরে সেখান থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ধারনা করা হচ্ছে ওই তিন শিশু বিদ্যালয় থেকে ফিরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। লাশ হস্তান্তরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।