মুরাদনগরে ডুমুরিয়া বাজার রাস্তার ঢালাই কাজের উদ্বোধন
- তারিখ : ০৯:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / 626
আরিফ গাজী,
কুমিল্লার মুরাদনগরে সদর ইউনিয়নের ডুমুরিয়া রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে মুরাদনগর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডুমুরিয়া তিন রাস্তার মোড় হতে ডুমুরিয়া বাজার পর্যন্ত ইউনিয়ন পরিষদের ০৬ (ছয়) লক্ষ টাকা ব্যয়ে রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন।
আক্তার হোসেন বলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআইর সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের নির্দেশে ডুমুরিয়া বাজারে জনগন ও পরিবহনের চলাচলের সুবিধার্থে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে রাস্তা সংস্কার হচ্ছে । এতে করে বাজারে আগত ক্রেতা বিক্রেতা ও পরিবহন নির্বিঘেœ চলাচলের সুবিধা পাবে।
এসময় অরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মরিুজ্জামান, ইদ্রিছ মিয়া, মহিলা ইউপি সদস্য শাহিনুর আক্তার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।











