মুরাদনগরে ধামঘর উঃ পাড়া মরহুম জয়নাল আবেদীন মহিলা মাদরাসার শুভ উদ্বোধন

আরিফ গাজী :

আগামী পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় সৃষ্টিশীল যুগোপযোগী শিক্ষার শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামে নতুনত্বের অঙ্গীকার নিয়ে ধামঘর উঃ পাড়া মরহুম জয়নাল আবেদীন মহিলা মাদরাসার শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে মাদরাসার শুভ উদ্বোধন করেন মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম (মুরাদনগর বড় মাদরাসা) মাদরাসার খতিব মাওলানা মুফতি আমজাদ হোসেন।

৩ ডিসেম্বর শনিবার দুপুরে অনুষ্ঠিত এ শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা মোতওয়াল্লী আলহাজ্ব আব্দুল কাদের, মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ, আওয়ামীলীগ নেতা বশির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, নজরুল ইসলাম, হাজী আঃ মতিন মীর, হাজী মোঃ তারু মীর, হাজী আঃ লতিফসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

মাদরাসার প্রতিষ্ঠাতা মোতওয়াল্লী আলহাজ্ব আব্দুল কাদের বলেন, মুরাদনগরে অনেকগুলো মহিলা মাদরাসা রয়েছে। সকল প্রতিষ্ঠানেই ভালো পড়াশোনা হয়। কিন্তু আমার প্রতিষ্ঠিত মাদরাসাটি মানের দিক থেকে হবে শ্রেষ্ঠ এবং আন্তর্জাতিক
মানের। আর শিক্ষাকার্যক্রম হবে স্পেশাল।

মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ বলেন, আমাদের মাদরাসায় রয়েছে নূরানী বিভাগ, নাজেরা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ, কিতাব বিভাগ। পাশাপাশি বাংলা, ইংরেজী ও গনিত বিষয়ে শিক্ষা দেওয়া হবে। মেয়েদের নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা।

উদ্বোধনের পর প্রতিষ্ঠানের সর্বাঙ্গিন মঙ্গল কামনার্থে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!