আরিফ গাজী :
‘‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বিশ্ব পানি দিবস পালন করেছে প্রশাসন। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইনউদ্দিন আহাম্মেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মুমিনুল হক।
আরো উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ ফয়েজুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার সূফি আহাম্মদ, মোশারফ হোসেন, সায়েদুর রহমান, মনির হোসেন প্রমুখ।