মুরাদনগরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কমিটি গঠন
- তারিখ : ০৩:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / 820
আরিফ গাজী, মুরাদনগর।।
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ মুরাদনগর উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রবিবার বিকালে কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি মোঃ আবুল হাসনাৎ শাহিনের স্বাক্ষরিত পত্রে বাঁশকাইট পি.জে. উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ জামাল উদ্দিন সরকারকে সভাপতি, সদরের নুরন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক ও আকবপুর মোহাঃ আলীম মাদরাসার শিক্ষক মোঃ মোবারক হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নব নির্বাচিত সভাপতি জামাল উদ্দিন সরকার বলেন, বহুদিন ধরে আমরা বিদ্যালয় ও সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছি। সকল তৃতীয় শ্রেণির কর্মচারীদের কল্যানে আমাদের বিভিন্ন দাবি দাওয়া সরকারের নিকট তুলে ধরতে ও বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আমাদের এই সংগঠন।