ওসমান গনি সরকার, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন আলীরচর গ্রামের শ্রী শ্রী বিশ্বাম্বর দেবতা মন্দিরের গাছ বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় অপু দেবনাথ (৩০) নামে একজন আসামিকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। বৃহস্পতিবার অপু দেবনাথকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ অপু দেবনাথ তার লোকজন নিয়ে মন্দিরের বড় বড় মোট ৯ টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৫৫ হাজার টাকা। মন্দিরের পূজারী পরিমল দেবনাথ মালু গাছ কাটা বাধা দিতে গেলে অপু দেবনাথ তাকে মারধর করে। পরে এলাকাবাসী ও মন্দিরের কমিটির কাছে বিচার দিলে তারা অপু দেবনাথ এর বিচার করতে অপারগতা প্রকাশ করলে মন্দিরের কমিটির অনুমতিক্রমে গত ২৮ ফেব্রুয়ারী ২০২৪ কুমিল্লার সিনিঃ জুডিঃ ম্যাজিঃ ৮ নং আমলী আদালতে মামলা দায়ের করেন।
মন্দিরের সভাপতি শ্রী গৌরাংগ দেবনাথ বলেন, আসামি অপু দেবনাথ অত্যন্ত উশৃঙ্খল, মাদকাসক্ত ও জোয়ারী প্রকৃতির। সে মন্দিরের কিছু অংশ জায়গা দখল করার জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা করে আসছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুর রহমান বলেন, আসামি অপু দেবনাথকে গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।