০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার

মুরাদনগরে শিক্ষার্থীদের কোভিড টিকাদান শুরু

  • তারিখ : ০৯:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • / 412

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা ভাইরাস টিকা দেওয়া শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ টিকা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার ষষ্ঠ থেকে দশম শ্রেনির ১২ থেকে ১৭ বছর বয়সের প্রায় ৫৭ হাজার শিক্ষার্থী টিকা পাবে।

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একদল প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীরা শিক্ষার্থীদের টিকা দিচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ জন্য ৩টি বুথ স্থাপন করা হয়েছে।

টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সিরাজুর ইসলাম মানিক। এ সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন প্রমূখ।

উদ্বোধনী দিনে আনন্দের সঙ্গে টিকা নিতে দেখা যায় শিক্ষার্থীদের। দশম শ্রেনির শিক্ষার্থী শুভকে দিয়েই শুরু হয় এই কর্মসূচি। এরপরই টিকা নেয় একই শ্রেনির শিক্ষার্থী তৌহিদ হোসেন। প্রথম টিকা নেওয়া শিক্ষার্থী শুভ’র নিকট তার অনুভূতি জানতে চাইলে সে বলে, ‘টিকা নেওয়ার আগে সামান্য ভয় থাকলেও এখন ভালোই লাগছে। তবে আগের মতোই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছেন স্যারেরা।’

টিকা নেওয়া আসন্ন এসএসসি পরীক্ষার্থী সাদিকা আফরোজ হেমা বলে, ‘আব্বু-আম্মু দুজনই টিকা নিয়েছেন। কোনো সমস্যা দেখিনি। আমারও ভালো লাগছে। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই।’ সন্তানকে টিকা দিতে পেরে খুশি শিক্ষার্থীর মা নাজমিন আক্তার। তিনি বলেন, ‘আমি ও আমার স্বামী দুই মাস আগে টিকার পূর্ণ ডোজ নিয়েছি। এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি। আশা করি, ওরও কিছু হবে না।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের তালিকা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিয়েছি। সে অনুযায়ী টিকাদান কার্যক্রম চলছে। আবাসিক মেডিকেল কর্মকর্তা সিরাজুর ইসলাম মানিক (আরএমও) বলেন, শিক্ষার্থীদের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

মুরাদনগরে শিক্ষার্থীদের কোভিড টিকাদান শুরু

তারিখ : ০৯:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা ভাইরাস টিকা দেওয়া শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ টিকা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার ষষ্ঠ থেকে দশম শ্রেনির ১২ থেকে ১৭ বছর বয়সের প্রায় ৫৭ হাজার শিক্ষার্থী টিকা পাবে।

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একদল প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীরা শিক্ষার্থীদের টিকা দিচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ জন্য ৩টি বুথ স্থাপন করা হয়েছে।

টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সিরাজুর ইসলাম মানিক। এ সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন প্রমূখ।

উদ্বোধনী দিনে আনন্দের সঙ্গে টিকা নিতে দেখা যায় শিক্ষার্থীদের। দশম শ্রেনির শিক্ষার্থী শুভকে দিয়েই শুরু হয় এই কর্মসূচি। এরপরই টিকা নেয় একই শ্রেনির শিক্ষার্থী তৌহিদ হোসেন। প্রথম টিকা নেওয়া শিক্ষার্থী শুভ’র নিকট তার অনুভূতি জানতে চাইলে সে বলে, ‘টিকা নেওয়ার আগে সামান্য ভয় থাকলেও এখন ভালোই লাগছে। তবে আগের মতোই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছেন স্যারেরা।’

টিকা নেওয়া আসন্ন এসএসসি পরীক্ষার্থী সাদিকা আফরোজ হেমা বলে, ‘আব্বু-আম্মু দুজনই টিকা নিয়েছেন। কোনো সমস্যা দেখিনি। আমারও ভালো লাগছে। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই।’ সন্তানকে টিকা দিতে পেরে খুশি শিক্ষার্থীর মা নাজমিন আক্তার। তিনি বলেন, ‘আমি ও আমার স্বামী দুই মাস আগে টিকার পূর্ণ ডোজ নিয়েছি। এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি। আশা করি, ওরও কিছু হবে না।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের তালিকা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিয়েছি। সে অনুযায়ী টিকাদান কার্যক্রম চলছে। আবাসিক মেডিকেল কর্মকর্তা সিরাজুর ইসলাম মানিক (আরএমও) বলেন, শিক্ষার্থীদের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে।