মুরাদনগরে সিএনজি চালক হত্যার ঘটনায় আরো ৩ জন গ্রেপ্তার
- তারিখ : ০৮:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / 364
আরিফ গাজী।।
মুরাদনগরে নিখেঁাজের ছয় দিন পর সিএনজি চলকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের নবীপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪), একই গ্রামের আলী আকবরের ছেলে জাহাঙ্গীর (২১) ও আবু তাহেরের ছেলে এরশাদ (২৯)।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে প্রথমে এজাহার নামীয় ৪ ও ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এজাহার নামীয় ২ ও ৩ নম্বর আসামি সহ ঘটনায় জড়িত অপর ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে গ্রেপ্তার ৫জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
গত সোমবার দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের নিউ থ্রী-ষ্টার ব্রিকস্ ফিল্ডের পাশের একটি ডোবা থেকে নিখেঁাজ হওয়ার ৬দিন পর হেলাল উদ্দিন(২২) নামের এক সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হেলাল উদ্দিন উপজেলার রহিমপুর গ্রামের হিরন মিয়ার ছেলে।
এ ঘটনায় ওইদিনই নিহতের বড় ভাই জালাল উদ্দিন বাদী হয়ে পাঁচজনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।