১১:৫০ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যত সুন্দর ততই ভয়ঙ্কর!

  • তারিখ : ০২:৫২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • / 731

নীল রঙের সাপ। সৌন্দর্যের দিক থেকে যতটা নজর কাড়ে এই সাপ, আবার ঠিক ততটাই বিষাক্ত সরীসৃপ এটি।
এই সাপের নাম ব্লু পিট ভাইপার। সম্প্রতি এই ব্লু পিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিও টি দেখে যেমন মনে হচ্ছে, আদপেই কিন্তু তেমন নিরীহ নয়। এটি একটি বিষাক্ত সাপ। মস্কো জু-র দেওয়া তথ্য অনুযায়ী, এই সাপগুলি আসলে হোয়াইট লিপড আইল্যান্ড পিট ভাইপারের প্রজাতিভূক্ত নীল বর্ণের। বিষাক্ত পিট ভাইপারের উপপ্রজাতিগুলি মেলে ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে।

দুটি নীল রঙের সাপের মিলনে সবুজ রঙের সাপের জন্ম হতে পারে। ব্লু পিট ভাইপার বিষধর ও খুবই আগ্রাসী। মারাত্মক বিধাক্ত এই সাপের বিষ শরীরে ব্যাপক রক্তক্ষরণ ঘটায়। তাদের বিষে সাধারণত মৃত্যু হয় না ঠিকই, কিন্তু এর কামড়ে ব্যাপক যন্ত্রনা।

শেয়ার করুন

যত সুন্দর ততই ভয়ঙ্কর!

তারিখ : ০২:৫২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০

নীল রঙের সাপ। সৌন্দর্যের দিক থেকে যতটা নজর কাড়ে এই সাপ, আবার ঠিক ততটাই বিষাক্ত সরীসৃপ এটি।
এই সাপের নাম ব্লু পিট ভাইপার। সম্প্রতি এই ব্লু পিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিও টি দেখে যেমন মনে হচ্ছে, আদপেই কিন্তু তেমন নিরীহ নয়। এটি একটি বিষাক্ত সাপ। মস্কো জু-র দেওয়া তথ্য অনুযায়ী, এই সাপগুলি আসলে হোয়াইট লিপড আইল্যান্ড পিট ভাইপারের প্রজাতিভূক্ত নীল বর্ণের। বিষাক্ত পিট ভাইপারের উপপ্রজাতিগুলি মেলে ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে।

দুটি নীল রঙের সাপের মিলনে সবুজ রঙের সাপের জন্ম হতে পারে। ব্লু পিট ভাইপার বিষধর ও খুবই আগ্রাসী। মারাত্মক বিধাক্ত এই সাপের বিষ শরীরে ব্যাপক রক্তক্ষরণ ঘটায়। তাদের বিষে সাধারণত মৃত্যু হয় না ঠিকই, কিন্তু এর কামড়ে ব্যাপক যন্ত্রনা।