সংগ্রামীর বিদায়ে কাঁদছে দেশ
- তারিখ : ০৮:৩৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / 16
অনলাইন ডেস্ক :
আপসহীন সংগ্রামী নেতা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ে কাঁদছে সারা দেশ। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দলের নেতাকর্মী ও সমর্থকরা হাসপাতালের সামনে ভিড় জমান। সকাল ১০টার দিকে ওই এলাকা হাজারো মানুষে পূর্ণ হয়ে যায়।
এ সময় সাধারণ নেতাকর্মী ও সমর্থকরা অনেকে প্রিয় নেত্রীর স্মৃতিচারণা করে আহাজারি করেন।
এভারকেয়ারের সামনে বেদনাবিধুর পরিবেশ সৃষ্টি হয়। গতকাল গুলশানে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির অনেক নেতাকর্মী জড়ো হন। এ সময় তাঁদের অনেকে কান্নায় ভেঙে পড়েন।
এ ছাড়া গতকাল দেশের অন্যান্য স্থানেও নেতাকর্মী ও সমর্থকরা ছিলেন শোকে মুহ্যমান। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে আজ বুধবার খালেদা জিয়ার দাফন সম্পন্ন হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে। এর আগে জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউতে জানাজা হবে। সরকার খালেদা জিয়ার মৃত্যুতে আজ সাধারণ ছুটিসহ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক পালনের কর্মসূচি দেওয়া হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন। দলীয় কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। স্থানীয় বিএনপির উদ্যোগে কার্যালয়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও অনুসারীরা।










