সদর দক্ষিণে ১৮ পরিবারকে প্রধানমন্ত্রীর গৃহ প্রদান

মাজহারুল ইসলাম বাপ্পি ।।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে উপজেলার গৃহহীনদের মাঝে আনুষ্ঠানিক ভাবে গৃহ প্রদান করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১৮ টি ভূমিহীন পরিবার কে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ পিপিএম (বার), সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল,

সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো : মিজানুর রহমনা, সাধারণ সম্পাদক শাহ ফয়সাল কারীম।

এ সময় সদর দক্ষিণ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!