উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরেরে বলছে, বায়ুচাপের তারতম্যের পাশাপাশি অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষীপুর,চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজারসহ অদূরবতী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট অধিক উচ্চতার জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।
এজন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি চলে আসতে বলা হয়েছে।