টাঙ্গাইলে সিমেন্টভর্তি ট্রাক উল্টে নিহতদের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের কান্দিলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহততের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়ার দুপচাচিয়া উপজেলার কাদের মিয়ার ছেলে আলেক মিয়া (৪০) ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জুলহাস উদ্দিন (৫০)। হতাহতরা সবাই দিনমজুর। গণপরিবহন বন্ধ থাকায় কম টাকা দিয়ে ট্রাকে চড়ে তারা বাড়ি ফিরছিলেন।
আহতদের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাফিজুর রহমানের ছেলে মো. নুরনবী (২৮), একই উপজেলার মো. হাবিব (৩০), রংপুরের মিঠাপুকুর উপজেলার মৃত হোসেন আহমেদের ছেলে মো. লিটন (৩২), তুরাবগঞ্জ উপজেলার ওজিয়ার রহমানের ছেলে মো. শিপন (৩০), পিরগঞ্জ উপজেলার মো. মকবুল হোসেনের ছেলে মো. আনোয়ারুল হক (৫০), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পানকাটা গ্রামের মো. আবুবক্কর সিদ্দিক, বগুড়ার মোছা. তাহমিন (৪০)।
টাঙ্গাইল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম যুগান্তরকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্টভর্তি একটি ট্রাক ভোরের দিকে টাঙ্গাইল শহর বাইপাসের কান্দিলায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনস্থলেই ট্রাকের ওপরে থাকা পাঁচ যাত্রী নিহত ও ১১ জন আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
শফিকুল ইসলাম আরও বলেন, হতাহতরা সিমেন্টভর্তি ট্রাকে যাত্রী হিসেবে রংপুর যাচ্ছিলেন। তাদের অনেকের বাড়ি রংপুর জেলায়। তারা ঢাকার বিভিন্ন স্ট্যান্ড থেকে উঠছিলেন। বাস বন্ধ থাকায় তারা কম টাকা দিয়ে সিমেন্টভর্তি ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন। তারা সবাই দিনমজুর।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। আহত ১০ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।