৫০ জেলায় ছড়িয়েছে করোনা, কোন জেলায় কতজন?

হামারী করোনাভাইরাসে দেশে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) আরও ১৫ জন মারা গেছেন। ফলে দেশে ভাইরাসটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫। একই সময়ে নতুন করে ২৬৬ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩৮।

এখন পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৫০টিতেই সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তদের মধ্যে ঢাকার অধিবাসী সবচেয়ে বেশি, ৪৬ শতাংশ। এর পরই নারায়ণগঞ্জ, সেখানে ২০ শতাংশ। এখন করোনার নতুন ভরকেন্দ্র হচ্ছে গাজীপুর। তারপর চট্টগ্রাম ও মুন্সীগঞ্জেও রোগীর সংখ্যা বাড়ছে। ঢাকার মধ্যে মিরপুরে রোগী সবচেয়ে বেশি, যা ১১ শতাংশ।

ঢাকা বিভাগ : ঢাকা সিটিতে ৭৪০, ঢাকা জেলায় ২৮, গাজীপুর ১১৭, কিশোরগঞ্জ ৩৩, মাদারীপুর ২৩, মানিকগঞ্জ ৫, নারায়ণগঞ্জ ২৮৯, মুন্সীগঞ্জ ২৭, নরসিংদী ৬৫, রাজবাড়ী ৭, ফরিদপুর ২, টাঙ্গাইল ৯, শরীয়তপুর ৬, গোপালগঞ্জ ১৭।

চট্টগ্রাম বিভাগ : চট্টগ্রাম ৩৭, কক্সবাজার ১, কুমিল্লা ১৫, ব্রাহ্মণবাড়িয়া ৯, লক্ষ্মীপুর ১৮, বান্দরবান ১, নোয়াখালী ২, ফেনী ১, চাঁদপুর ৮।

সিলেট বিভাগ : মৌলভীবাজার ২, সুনামগঞ্জ ১, হবিগঞ্জ ১, সিলেট ৩।

রংপুর বিভাগ : রংপুর ৩, গাইবান্ধা ১২, নীলফামারী ৬, লালমনিরহাট ২, কুড়িগ্রাম ২, দিনাজপুর ৮, ঠাকুরগাঁও ৩।

খুলনা বিভাগ : খুলনা ১, নড়াইল ২, চুয়াডাঙ্গা ১।

ময়মনসিংহ বিভাগ : ময়মনসিংহ ১৮, জামালপুর ১২, নেত্রকোনা ৭, শ্রীপুর ৫।

বরিশাল বিভাগ : বরগুনা ৫, বরিশাল ১৭, পটুয়াখালী ২, পিরোজপুর ৪, ঝালকাঠি ৩।

রাজশাহী বিভাগ : জয়পুরহাট ২, পাবনা ১, বগুড়া ১ ও রাজশাহীতে ৪।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!