উৎসব মুখর পরিবেশে সুয়াগঞ্জ ও লালমাই হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

সদর দক্ষিণ প্রতিনিধি :
“আমার যত বন্ধু আছে কেহ বই এর মত নয়, বই-ই আমার জীবনটাকে করে স্বপ্নময়” এই স্লোগান কে সামনে রেখে বুধবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সুয়াগঞ্জ টি. এ হাই স্কুল এন্ড কলেজে বই উৎসব পালন করা হয়। বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন। সুয়াগঞ্জ টি. এ হাই স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসফিয়া রহমান, সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠানের গর্ভনিং বডি সদস্য আব্দুল মালেক, সদস্য হিরন মিয়া, আব্দুল হালিম, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস সালাম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান এ.কে.এম আব্দুল মমিন।
এ সময় সদর দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আমান উল্লা আমান, সিনিয়র সদস্য মমিনুল ইসলাম লিটন, যুবলীগ নেতা হুমায়ন কবীর, শিক্ষক প্রতিনিধি আশরাফুল ইসলাম মজুমদার আরিফ, খালিসুর রহমান, দীপ্তি রানী দাস, এ্যামিনেন্ট চ্যাইল্ড একাডেমীর অধ্যক্ষ আজাদ আল মামুন সহ প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বই উৎসবে শিক্ষার্থীদের পক্ষে অনুভুতি ব্যক্ত করেন ফারিয়া চৌধুরী ও রীতা। এছাড়াও অতিথি বৃন্দ সুয়াগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝেও নতুন বই বিতরণ করেন। এছাড়াও বুধবার সকালে সদর দক্ষিণের লালমাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ নেতা ও ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম, প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!