অনলাইন ডেস্ক :
অমর একুশে গ্রন্থমেলা প্রকাশিত হয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের ‘ইতিহাসে বঙ্গবন্ধু’ গ্রন্থ। পেপারব্যাক বাঁধায়ে বইটিতে দেশ বরেণ্য লেখক, সাংবাদিক, গবেষক, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিদের চিন্তা-দর্শন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার রাজনৈতিক অবস্থান, নেতৃত্ব, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ নিয়ে ‘ইতিহাসে বঙ্গবন্ধু’ গ্রন্থটি রচনা করা হয়েছে।
বইটি প্রকাশ করেছে কালো প্রকাশনী। প্রচ্ছেদ এঁকেছেন ইসরাফুল হক সুমন। ছবি তুলেছেন বোয়াফ প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিব। ১৫৯ পৃষ্ঠার বইটির বিনিময় মূল্য ৪০০ টাকা। অমর একুশে গ্রন্থমেলার ২১৭-প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। খুলনা বই মেলার ৮৫ নং স্টলেসহ কুমিল্লা রেলওয়ে স্টেশনের মাহমুদ বুক স্টলেও বইটি পাওয়া যাচ্ছে। অন্যদিকে অনলাইনে ‘রকমারি ডটকম’ থেকেও অর্ডার করে বইটি সংগ্রহ করা যাবে।