মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ার দৌলতপুরে মাকে হত্যার দায়ে ছেলে জুয়েল সর্দারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুর ১২ টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আদালতে আসামির উপস্থিতিতে পেনাল কোডের ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে এই রায় দেন ।

জুয়েল সর্দার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সর্দারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর দুপুরে দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামের নিজ বাড়িতে মা বানেরা খাতুনকে হাসুয়া দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় নিহতের স্বামী ও অভিযুক্তের বাবা আজিজুর সর্দার বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ৫২ । দৌলতপুর থানা পুলিশ ২০১৯ সালের ৩১ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
error: ধন্যবাদ!