কুমিল্লার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও বিএস ম্যাপ অনুযায়ী রাস্তা নির্মানের দাবি

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও মৌজায় বিএস ম্যাপ অনুযায়ী নির্মানাধীন রাস্তার কাজ পরিচালনা করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা হাজী ছবির আহম্মেদ। সড়কটির চলমান কাজের ঘোষগাঁও মৌজায় বিএস ম্যাপ অনুযায়ী রাস্তা না করে ব্যক্তি মালিকানা জায়গা দিয়ে জোড়পূর্বক রাস্তা করায় মোকদ্দমা বিচারান্তে চিরন্তন নিষেধাজ্ঞার ডিক্রি এবং বিচার চলাকালীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রচারের প্রার্থনা করে জায়গার মালিক হাজী ছবির আহম্মেদ মোকাম কুমিল্লার বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন। মোকদ্দমা নং ৯০/২০১৯ইং। তারিখ ২৩/০৪/২০১৯ইং। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাজী ছবির আহম্মেদ বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের তত্বাবধায়নে নোয়াগাঁও-বেলতলী সড়কের চলমান কাজের সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের রাস্তাটি মূলত ম্যাপ অনুযায়ী বিএস ৩৫৪ দাগে থাকলেও নিয়মনীতির তোয়াক্কা না করে আমার ব্যক্তি মালিকানাধীন ৩৫৩ বিএস দাগে সড়ক নির্মানের চেষ্টা চালায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যাপ অনুযায়ী রাস্তার জায়গা চিহ্নিত করার লক্ষ্যে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও স্থানীয় গ্রামের সর্দার মাতবরের উপস্থিতিতে সরেজমিন পরিমাপেও ৩৫৪ দাগে অর্থাৎ আবুল কাশেম গং ও নুরুল ইসলাম এর দখলে রাস্তার জায়গা রয়েছে বলে প্রমানিত হয়। এতদসত্তেও কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের উচ্ছেদ না করে ব্যক্তি মালিকানা বিএস ৩৫৩ দাগের জায়গা দিয়ে রাস্তা নির্মানের পায়তারা চালায়।এমতাবস্থায় নিরুপায় হয়ে জায়গার মালিক হাজী ছবির আহম্মেদ মোকদ্দমা বিচারান্তে চিরন্তন নিষেধাজ্ঞার ডিক্রি এবং বিচার চলাকালীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রচারের প্রার্থনা করে মোকাম কুমিল্লার বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন। মোকদ্দমা নং ৯০/২০১৯ইং। তারিখ ২৩/০৪/২০১৯ইং। বিজ্ঞ আদালত বিবাদিদের বিরুদ্ধে নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে কারণ দর্শনোর নির্দেশ প্রদান করেন। বিবাদী পক্ষ মামলায় অংশগ্রহন না করে পুনরায় জোড়পূর্বক রাস্তার কাজ করায় বিজ্ঞ আদালত ০৭/০৫/২০১৯ইং স্থিতিবস্থার আদেশ দেন। বিজ্ঞ আদালতের স্থিতিবস্থার আদেশের পরও বর্তমানে রাস্তার কাজ চালাচ্ছে কর্তপক্ষ। আমি স্থানীয় সংসদ সদস্য মাননীয় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল),কুমিল্লা জেলা প্রশাসক,পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
error: ধন্যবাদ!