কুমিল্লার রানা হত্যায় সাত আসামির মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি  :

কুমিল্লায় মাদরাসাছাত্র হত্যায় সাত আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৮ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন। মৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন- জুয়েল, শুভ, কাজল, সিপন, মোর্শেদ, আলা উদ্দন ও রিপন। অপরদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- বাদল, ইকবাল, জহিরুল ইসলাম, আনোয়ার ও সোহেল।

রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি অ্যাডভোকেট মো. জাকির হোসেন জানান, ২০১৬ সালের ৪ মে কুমিল্লা শহরতলীর সাতোরা চম্পক নগরের উত্তরণ হাউজিং সোসাইটি এলাকায় খুন হন রানা খান (২০) নামের এক মাদরাসাছাত্র। এ ঘটনায় নিহতের বাবা জাহাঙ্গীর খান বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালী থানায় ১৭ জনকে আসামি করে মামলা করেন।

ওই মামলায় দীর্ঘ শুনানির শেষে রোববার দুপুর সাড়ে ১২টা দিকে আদালত সাত আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
error: ধন্যবাদ!