কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার সদর দক্ষিণে বিদেশি এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিন, তিন রাউন্ডগুলি এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) দিনগত রাতে উপজেলার সালমানপুর এলাকায় অভিযান চালিতে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি দল। কাউছার হোসেন সদর দক্ষিণ উপজেলার সালমানপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।

র‌্যাব-১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক এ কে এম মুনিরুল আলম বলেন, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্নস্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক কারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখলসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছেন কাউসার হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
error: ধন্যবাদ!