০২:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • তারিখ : ০৮:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • / 532

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম রেল সড়কের শশীদল দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে কুমিল্লা রেলওয়ে পুলিশ।

বুধবার সকালে কুমিল্লার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা থানাধীন হরিমঙ্গল দক্ষিণ তেতাভূমি এলাকায় রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশে পড়ে থাকা কিছু টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার সকালে ঢাকা-কুমিল্লা-চট্টগ্রামের শশীদল রেল স্টেশনের প্রায় আড়াই কিলোমিটার দক্ষিনে হরিমঙ্গল (দক্ষিণ তেতাভূমি) এলাকায় রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ নাম্বারে কল করে স্থানীয় লোকজন।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ও ওসি তদন্ত নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে কুমিল্লা লাকসাম রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের শরীরের বিভিন্ন জায়গায় এবং মুখের পাশে থেতলে যাওয়ার আঘাত রয়েছে। ঘটনাটি রহস্যজনক মনে হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। কুমিল্লা লাকসাম রেলওয়ে থানার ইনচার্জ ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

কুমিল্লায় রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

তারিখ : ০৮:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম রেল সড়কের শশীদল দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে কুমিল্লা রেলওয়ে পুলিশ।

বুধবার সকালে কুমিল্লার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা থানাধীন হরিমঙ্গল দক্ষিণ তেতাভূমি এলাকায় রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশে পড়ে থাকা কিছু টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার সকালে ঢাকা-কুমিল্লা-চট্টগ্রামের শশীদল রেল স্টেশনের প্রায় আড়াই কিলোমিটার দক্ষিনে হরিমঙ্গল (দক্ষিণ তেতাভূমি) এলাকায় রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ নাম্বারে কল করে স্থানীয় লোকজন।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ও ওসি তদন্ত নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে কুমিল্লা লাকসাম রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের শরীরের বিভিন্ন জায়গায় এবং মুখের পাশে থেতলে যাওয়ার আঘাত রয়েছে। ঘটনাটি রহস্যজনক মনে হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। কুমিল্লা লাকসাম রেলওয়ে থানার ইনচার্জ ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।