কুমিল্লায় ১০ হাজার  পিস ইয়াবাসহ  আটক ২

মো.জাকির হোসেন
কুমিল্লা আদর্শ সদর উপজেলার  গাবতলী করুনাপুর এলাকায় ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার ভোরে  কোতয়ালী মডেল থানার ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ শাহিন কাদিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃআব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদ পেয়ে কোতয়ালী মডেল থানার ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ শাহিন কাদির সঙ্গীয় ফোর্স নিয়ে গাবতলী এলাকার জালাল উদ্দিনের ছেলে  মনির (৫০) ও মৃত বাদশা মিয়ার ছেলে রাব্বী (২১) কে বডি ফিটিং অবস্থায় ৪ হাজার পিস এবং তাদের তথ্য অনুযায়ী খড়ের স্তুপের ভেতর  থেকে আরো ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাক্ষ।
আটক আসামী একজন ফার্নিচার ব্যবসায়ী এবং ব্যবসার আড়ালেই ইয়াবার চালান পাচারের জন্য প্রস্তুত হচ্ছিলো। তবে ইয়াবা পাচারের আগেই তাদেরকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!