সদর দক্ষিণ প্রতিনিধি :
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ১ম বার্ষিক সদস্য সভা ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতি বোর্ডের সভাপতি এ আর এম হারিসুর রহমান। সভার শুরুতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.) এর বাণী পাঠ করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক তসলিমা পারভিন। সিনিয়র জেনারেল ম্যানেজারের প্রতিবেদন পাঠ করেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম। বিগত সভার প্রতিবেদন পাঠ করেন সমিতি বোর্ডের সচিব মো. জামাল হোসেন। কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদন পাঠ করেন সমিতি বোর্ডের কোষাধ্যক্ষ কুহিনুর আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আতাউর রহমান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জেনারেল ম্যানেজার দিলিপ চৌধুরী প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন এজিএম (এমএস) মো. আবু সুফিয়ান ও এজিএম (ওএন্ড এম) প্রকৌশলী দিপক কুমার সিংহ। অনুষ্ঠানে কুমিল্লা ইপিজেড, আগাতা ফিডস্ মিলস লি: ও জেএমআই ফার্মাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং ৮০জন নিয়মিত বিল পরিশোধকারী গ্রাহককে পুরস্কার প্রধান করা হয়।