কুমিল্লা বরুড়ার জয়কামতায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ তিনজন আহত

নিজস্ব প্রতিবেদক।

কুমিল্লা বরুড়ার জয়কামতায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধার বসতঘরে হামলা চালিয়ে এক মহিলাসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন । এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, কুমিল্লা বরুড়া থানাধীন উত্তর শিলমুড়ি ইউনিয়নের জয়কামতা গ্রামের হেলালের নেতৃত্বে ১০/১২ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের মিজানুর রহমান মাসুদের বাড়িতে হামলা চালিয়ে মকবুল হোসেন,মাসুমা আক্তার ও মিজানুর রহমান মাসুদকে কুপিয়ে মারাত্মক আহত করে। হামলাকারীরা মিজানুর রহমান মাসুদ এর দালান ঘরের থাই গ্লাসও ভাংচুর করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে।
হামলায় আহত মাসুদ বলেন, সম্পূর্ণ অন্যায় ভাবে হেলাল তার বাহিনী নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে হামলা চালায়। হামলার পরও প্রতিনিয়ত আমাকে হত্যার হুমকি ধমকি দিচ্ছে। বর্তমানে আমি ও আমার পরিবার সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছি। হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!